
চট্টগ্রামে এনসিপির আধ্যাত্মিক ও ধর্মীয় সংলাপ
জুলাই৩৬ নিউজ ডেস্ক | চট্টগ্রাম | ২০ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ চট্টগ্রাম সফরে গিয়ে দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হযরত শাহ আমানত (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।
আজ সকাল ১১টায় চট্টগ্রাম নগরের চকবাজারে অবস্থিত এই পবিত্র মাজারে শ্রদ্ধা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
🔸 মাজারে শ্রদ্ধা ও দোয়া
নেতৃবৃন্দ পবিত্র মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন। এসময় তাঁরা হযরত শাহ আমানত (রহ.)-এর অষ্টম বংশধরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
আখতার হোসেন বলেন,
“শাহ আমানত (রহ.) আমাদের আধ্যাত্মিক ইতিহাসের একটি উজ্জ্বল বাতিঘর। তাঁর জীবন ও ত্যাগ এদেশের নৈতিক জাগরণে আজও পথ দেখায়।”
🔸 হাটহাজারী মাদ্রাসা সফর
এ সফরের অংশ হিসেবে বিকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাটহাজারী দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসায় যান।
তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির সহকারী মুহতামিম (উপপরিচালক) মুফতি জসিমউদ্দীন সাহেব।
মাদ্রাসায় আলেম-ওলামাদের সঙ্গে এনসিপির রাজনৈতিক দর্শন ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাষ্ট্রগঠনের প্রশ্নে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপির নেতৃবৃন্দের এই সফরকে অনেকে রাজনৈতিক ও আধ্যাত্মিক শক্তির মধ্যে এক নতুন সমন্বয়ের প্রয়াস হিসেবে দেখছেন।